Home » সিলেট জৈন্তাপুরে মিয়ানমারের নাগরিক আটক করেছে বিজিবি

সিলেট জৈন্তাপুরে মিয়ানমারের নাগরিক আটক করেছে বিজিবি

সিলেটের জৈন্তাপুরে মো. আনিসুর রহমান (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩ /এমপি থেকে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়।

আটক মো. আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু নোয়াপাড়ার মৃত বা মিয়ার ছেলে।

বিজিবি জানায়, শনিবার বিকেলে জৈন্তাপুরের মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩ /এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা মায়ানমারের ওই নাগরিককে আটক করেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে পৌঁছে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি তাকে জৈন্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জিজ্ঞাসাবাদে মো. আনিসুর রহমান জানায়, সাত বছর আগে সে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করে। পরে এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সম্প্রতি সে সিলেট এলাকায় একটি চাকরির সন্ধানে আসে। তবে তার কাছে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদিউজ্জামান বলেন, ‘তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *