অনলাইন ডেস্ক: প্রেমিক মার্কিন পপ তারকা নিক জোনাসকে মা মধু চোপড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মুম্বাই নিয়ে যান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই ফিরেছেন তাঁরা। এরই মধ্যে নিক জোনাসের সঙ্গে মধু চোপড়ার দুবার দেখা হয়েছে। মা আর মেয়ের দারুণ সম্পর্ক। অনেকেই ভেবেছিলেন, মেয়ে যাকে তাঁর সামনে নিয়ে আসবেন, মা হয়তো তাঁকেই বরণ করে নেবেন। তেমনটা ঘটেনি। আজ রোববার পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যম এই তারকা যুগলের ব্যাপারে মায়ের সিদ্ধান্ত জানতে পারেনি।
জানা গেছে, গত শুক্রবার প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান মধু চোপড়া। সেখানে ছিলেন তাঁদের পরিবারের আরও কয়েকজন। এরপর গতকাল শনিবার রাতে নিক জোনাসের সম্মানে মুম্বাইয়ে জুহুর ভারসোভা এলাকায় প্রিয়াঙ্কার বাংলোতে এক পার্টির আয়োজন করা হয়। এখানে সবার সঙ্গে নিক জোনাসকে পরিচয় করিয়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া। এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় প্রিয়াঙ্কার পরিবারের মানুষজন আর আত্মীয়স্বজনকে। ছিলেন প্রিয়াঙ্কার বলিউডের বন্ধুরাও। তাঁদের মধ্যে ছিলেন পরিণীতি চোপড়া ও আলিয়া ভাট।
প্রিয়াঙ্কার সঙ্গে কোনো বিদেশির বিয়ে হোক, তা একসময় ভাবতেই পারেননি মা। তেমনটাই বলেছিলেন সংবাদমাধ্যমকে। তখন তিনি আরও বলেছিলেন, ‘বিয়ে একই সমাজ আর সংস্কৃতির মানুষের মধ্যেই হওয়া ভালো।’ এখন কিন্তু তাঁর মেয়ে বিদেশির সঙ্গেই প্রেম করছেন। প্রিয়াঙ্কার চেয়ে নিক ১০ বছরের ছোট। আবার বিয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নাকি স্থায়ীভাবে থাকার কথা ভেবেছেন প্রিয়াঙ্কা। এবার প্রশ্ন, মেয়ের এই প্রেমিকের ব্যাপারে মা কী ভাবছেন? ডিএনএ তা-ই জানতে চেয়েছে মধু চোপড়ার কাছে। মধু চোপড়া বললেন, ‘নিকের সঙ্গে প্রথম দেখা হলো। এত তাড়াতাড়ি কারও ব্যাপারে মতামত দেওয়া খুব মুশকিল। আর এখানে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত।’
এর আগে শুক্রবার রাতে যখন মধু চোপড়া মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ঢুকছিলেন, তখন সেখানে উপস্থিত অনেক সাংবাদিক তাঁকে মেয়ের বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন। এ সময় তিনি এগিয়ে চলে গেলেও পরে ফিরে হাত দেখান। তা দেখে সবাই ধরে নেন, নিশ্চয়ই তিনি এ ব্যাপারে পরে কিছু বলবেন। নিক জোনাস কি মধু চোপড়ার মন জয় করতে পেরেছেন? এখন তা-ই জানার চেষ্টা করা হচ্ছে।
মুম্বাইয়ে আসার পর ইনস্টাগ্রামে নিক জোনাসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজছেন প্রিয়াঙ্কা৷ বৃষ্টির মধ্যে নাচতে নাচতে নিকের দিকে এগিয়ে আসছেন। তাঁর মুখে প্রাণখোলা হাসি। প্রেমিকার সেই উচ্ছ্বাসকে ক্যামেরায় ধরেছেন নিক৷ আর তার সঙ্গে লিখেছেন ইংরেজি হরফে ‘হার’, সঙ্গে একটা লাভসাইন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নতুন নাম দেওয়া হয়েছে, ‘প্রিনিক’৷ এই হট কাপলকে এখন এই নামে সম্বোধন করা হচ্ছে৷
প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারে নিক জোনাস কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে। তিনি বাকি জীবন প্রিয়াঙ্কার সঙ্গে কাটানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এই ইচ্ছার ব্যাপারে সম্মান জানিয়েছেন পরিবারের সদস্যরা। এখন প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারের মানুষজন তাঁকে গ্রহণ করলে আর কোনো বাধা থাকবে না।
গত বুধবার নিউইয়র্কে আয়োজিত ফোর্বস উইমেনস সামিটে নিজের বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি ৩০ বছর পার করে ফেলেছি। বিয়ের বয়স অনেক আগেই হয়েছে। কিন্তু আমার মা আমাকে বলেছেন, আজকের এই অবস্থানে আসতে তোমাকে যে কঠিন পরিশ্রম করতে হয়েছে, এই পরিশ্রমের কদর যে করবে, এমন কাউকে খুঁজে পেলে বিয়ে করো।’
নির্বাহী সম্পাদক