Home » শাবিপ্রবির এক শিক্ষক ও ৭ শিক্ষার্থী পেলেন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

শাবিপ্রবির এক শিক্ষক ও ৭ শিক্ষার্থী পেলেন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী পেয়েছেন ইউরোপের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডাস’ স্কলারশিপ। চলতি সেশনে তারা বিভিন্ন প্রোগ্রামে একাধিক দেশে অধ্যয়ন শুরু করেছেন।
স্কলারশিপ প্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক রুপক দাস, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাক আহমেদ, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদ ও একই বিভাগের নাজিফা তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. মুহিবুর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান আজিজ ঈশান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ইউরিদা লিয়ানা।

জানা যায়, রুপক দাশ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০০৭-০৮ সেশনের সাবেক শিক্ষার্থী ও একই বিভাগের শিক্ষক। তিনি আর্কিটেকচারাল এন্ড আরবান কনটেমপোরারি হেরিটেজ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। তিনি বর্তমানে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং শিক্ষাছুটি নিয়ে উক্ত প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *