যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেনে শুক্রবার (১১ অক্টোবর) মুখোমুখি হয় সাকিব আল হাসানের লস এঞ্জেলেস ওয়েভস এবং দীনেশ কার্তিকের ডালাস লোনেস্টারস। এই ম্যাচে ডালাসকে পাত্তাই দেয়নি সাকিব দল লস এঞ্জেলেস। এই জয়ে টেবিলের তিনে উঠে এলো সাকিবের দল।
ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিবের দল লস এঞ্জেলেস। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৩৯ রানের পুঁজি পায় তারা। জবাবে ৭ উইকেটে ১১১ রানে থামে ডালাসের ইনিংস। তাতে ২৮ রানে জয় পায় লস এঞ্জেলেস।
সাকিব এদিন ব্যাট করতে নামেননি। উদ্বোধনী ব্যাটার জর্জ মানসি একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। মাত্র ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
জবাব দিতে নেমে ডালাস লোনেস্টাসের দুই ওপেনিং ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে দল।
সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলে। তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল দল। তবে শেষপর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১১ রান দাঁড়ায় কার্তিকদের সংগ্রহ, লস অ্যাঞ্জেলস জেতে ২৮ রানের বড় ব্যবধানে। ২ ওভার বল করে ২৫ রান খরচায় একটি উইকেট শিকার করেন সাকিব।
প্রতিনিধি