Home » উদ্বোধনের অপেক্ষায় আ.লীগে’র কেন্দ্রীয় কার্যালয়

উদ্বোধনের অপেক্ষায় আ.লীগে’র কেন্দ্রীয় কার্যালয়

আগামীকাল শনিবার আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবাষির্কীর। আর এদিন ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত ১০তলা ভবনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। এটি হতে যাচ্ছে দেশের বৃহত্তম পার্টি অফিস।’

‘এর আগে গত কয়েকদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলটির কেন্দ্রীয় নেতারা ভবনটি ঘুরে দেখেছেন। ভবন নির্মাণের তদারককারী ও দলের প্রেসডিয়াম সদস্য গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। পুরনো ভবন ভাঙার প্রায় দুই বছর পর নতুন ভবনে উঠতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।’
‘অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০তলা এ ভবনে ৬ থেকে ৭তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় থাকবে। এছাড়া কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ এবং থাকবে ডরমেটরি। আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য পৃথক কক্ষ করা হয়েছে। পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন।’

জানা গেছে, দেশের কোন রাজনৈতিক দলের এটিই হবে আধুনিক রাজনৈতিক দলের কার্যালয়।’

৬ দশমিক ৯ কাঠার ওপর গড়ে ওঠা এ ভবনটি জায়গা ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে আওয়ামী লীগ। নিজস্ব তত্ত্বাবধানে ও সম্পূর্ণ দলীয় ফান্ডে ভবন নির্মাণ করা হচ্ছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *