সিলেট সিটি কর্পোরশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ‘র সমর্তনে বৃহস্পতিবার বিকাল ৫টায় সময় এক বিশাল মটর শোভাযাত্রা বের করা হয়। মটর শোভাযাত্রাটি নগরীর মদিনা মার্কেটস্থ থেকে শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় মটর শোভাযাত্রা সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা ইয়াহিয়া বেগ মনোয়ার, জেলা ছাত্রলীগের সাবেক গণ যোগাযোক বিষয় সম্পদক ও বর্তমান যুবলীগ নেতা রেজাউল রহমান মোস্তাক, ইস্তিয়াক আহমদ চৌধুরী পিন্টু, জাবের আহমদ মুসা, সাবেক ছাত্রলীগের সদস্য সাজার আহমেদ চৌধুরী, লন্ডন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুব রহমান চৌধুরী নাসিফ, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গির আলম. আলী হোসেন, মইন উদ্দিন, আহাদ, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুবাজিৎ চৌধুরী সৈকত, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল ইসলাম খান, মহানগর ছাত্রলীগ নেতা ফয়জুল রহমান ফয়েজ, জামিল আহমদ, আব্দুল মতিন খান মিঠু, কাজী সাইফুল, মিল্টন তালুকদার, সত্যজিৎ চক্রবর্তী সজিব, সনজয় কান্তি দাশ, শাহান, মিতুন, বিডি ইমরান, শিবু, সন্দিপ, রাহুল আহমদ, সায়েদ, কামরুল, মিল্লাত, আবুল ফাত্বেহ, ইউছুফ আল হৃদয়, নব কিশোর তালোকদার, তারেক আহমদ আপু, অয়ন দাশ, খন্দকার সাইদ, মেহন চেধুরী, নাসিম হোসাইন সোহাগ, পল্লব, জহির আহমদ, শেখ মেহেদি, আহমেদ মুসা, মোঃশিকদার সাদ্দাম, ছাকিব, জামিল, নিতেস, সাইফুল, অশিৎ,তমিজ আলী, ইবরাহিম ও নাহিদ প্রমুখ।
সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী আসাদ উদ্দিন আহমদ’র সমর্থনের শোভাযাত্রা
