ভারত ১৩.৩ ওভারে ১৪৯/৪ (রিংকু ৩৭*, হার্দিক ০*, নিতিশ ৭৪, সূর্যকুমার ৮, অভিষেক ১৫, স্যামসন ১০)
১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে নিতিশ কুমার ঝড়ো ব্যাটিংয়ে ২৬ রান তোলেন। বাংলাদেশি অফস্পিনারের হাতেই ধরা পড়লেন ভারতের ব্যাটার। বোলিংয়ে ছিলেন মোস্তাফিজুর রহমান। ১৪তম ওভারে বাংলাদেশি পেসারের স্লোয়ার ডেলিভারিতে এক্সট্রা কাভারে ক্যাচ হলে থামে নিতিশের ৩৪ বলে চারটি চার ও সাত ছয়ে সাজানো ৭৪ রানের বিস্ফোরক ইনিংস। ১৪৯ রানে চার উইকেট হারালো ভারত।