২০১৯ এসএ গেমসে দলগত রিকার্ভে সোনা জয়ী আর্চার হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ‘উন্নত জীবনের’ হাতছানিতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আরেক আর্চার অসীম কুমার নিশ্চিত করেছেন খবরটি।
কদিন আগে দাদি মারা যাওয়ার কথা বলে ছুটি নিয়েছিলেন রুবেল। এরপর ফেডারেশন কর্মকর্তাদের জানান, তার পিতার অসুস্থতার কথা। কিন্তু পরে আর ক্যাম্পে ফেরেননি তিনি। ফেডারেশন থেকে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় রুবেলের। এরই মধ্যে গুঞ্জন ওঠে তার দেশ ছেড়ে যাওয়ার খবর।
এ বিষয়ে শুরুতে ‘নিশ্চিত’ করে কিছু বলতে না পারলেও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে ইঙ্গিতে বুঝিয়ে দেন অনেকটা।
প্রতিনিধি