Home » আত্মগোপনে থাকা পরিচালকদের পদ শূন্য হচ্ছে না!

আত্মগোপনে থাকা পরিচালকদের পদ শূন্য হচ্ছে না!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গঠনতন্ত্র অনুযায়ী কোনও পরিচালক বিশেষ কোনও কারণ ছাড়া পর পর তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকলে ক্রিকেট বোর্ডে তার পরিচালক পদ বাতিল হওয়ার নিয়ম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি ইতোমধ্যে তিনটি বোর্ড সভা করে ফেলেছে। তবু আইনের মারপ্যাঁচে সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া পরিচালকদের পদ শূন্য হচ্ছে না! কেননা তাদের অনেকেই অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।

ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড গঠনের পর জাতীয় ক্রীড়া পরিষদ কোটার মাধ্যমে দুজন পরিচালক কেবল বোর্ডে এসেছেন। একজন ফারুক আহমেদ নিজে, অন্যজন নাজমুল আবেদীন ফাহিম। এদের বদলে বাদ পড়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর গত দেড় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে পরিচালকদের কাছে দায়িত্ব বণ্টনও করা যায়নি। বোর্ডে পরিচালকদের অভাব থাকার কারণেই স্ট্যান্ডিং কমিটি বণ্টন করা যাচ্ছে না। সব কমিটি জোড়াতালির মাধ্যমে চলছে। ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম আহমেদ, মাহবুব আনামরা দায়িত্ব সামলাচ্ছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *