Home » ব্লগার-মানবাধিকারকর্মী সুমাইয়ার উপর হামলা

ব্লগার-মানবাধিকারকর্মী সুমাইয়ার উপর হামলা

গত ১৯ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের নয়াসড়ক এলাকার জামে মসজিদের সামনে থেকে ব্লগার এবং মানবধিকারকর্মী তাবাসুম খানম সুমাইয়াকে কিছু দুর্বৃত্ত জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার এবং হামলার চেষ্টা করেছে বলে জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেন সুমাইয়ার মা আকলিমা আক্তার শান্তা। সুমাইয়া মদন মোহন কলেজের বিবিএ অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। হামলায় সুমাইয়া শারিরীকভাবে আহত হন। সুমাইয়ার মা জানান, কলেজ থেকে বাসায় ফেরার পথে আনুমানিক ৬.০০ঘটিকায় তার মেয়ের উপর হামলা হওয়ার পর ঘটনা স্থলে সে চিৎকার শুরু করলে এলাকার মানুষ চলে আসে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন। দুর্বৃত্তরা তার হাতে এবং মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তার মা আরো জানান যে ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে নানারকম মন্তব্য করা এবং মানবাধিকার নিয়ে কথা বলার কারণে তাকে একাধিকবার ফেসবুক মেসেঞ্জার এবং ফোন কল করে গুম এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন এবং আতঙ্কিত এবং অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে না পারায় থানায় কোন মামলা করতে পারে নাই বলে জানান সুমাইয়ার মা। যোগাযোগ করা হলে তাদের এলাকার কমিশনার বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং সুমাইয়ার পরিবারের সাথে কথা বলেছেন। তিনি আরো বলেন সুমাইয়া একজন সচেতন শিক্ষার্থী হিসেবে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। বিশেষ করে নারীদের উন্নয়ন নিয়ে সুমাইয়া সর্বদা সচেষ্ট থাকেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *