যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের যে স্থানে গত জুলাইয়ে হামলার শিকার হয়েছিলেন, সেখানেই ফের সমাবেশ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে ওই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, জুলাইয়ে গুলির ঘটনায় নিহত সমর্থক কোরি কম্পেরাটোরের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ শুরু করেন ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে কাচ দিয়ে ঘেরা মঞ্চে বক্তব্য দেন এই রিপাবলিকান প্রার্থী।
ট্রাম্প বলেন, ‘১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায় এখানে একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি কখনো হাল ছাড়ব না।’ এ সময় উপস্থিত সমর্থকেরা ‘লড়াই, লড়াই, লড়াই’ বলে স্লোগান দেন।
ট্রাম্প টেসলা প্রধান ইলন মাস্ককে মঞ্চে আমন্ত্রণ জানান। ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত মাস্ক। সমাবেশে তিনি বলেন, ‘আমেরিকার গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হবে।’
গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক হামলাকারী। এ ঘটনায় তাঁর কানে গুলি লাগে। বলতে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে দর্শকসারিতে থাকা ট্রাম্পের এক সমর্থক নিহত হন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী।