চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনও ১৪ নাবিক নিখোঁজ।
জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ‘বাংলার সৌরভে’ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট ‘মেটাল শার্ক’-কে সেখানে পাঠানো হয়। আগুন নেভাতে কোস্টগার্ডের একটি ফায়ার ফাইটিং টাগবোট রওনা দিয়েছে।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন মো. জহিরুল হক বলেন, এখন পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট ৫০ জন নাবিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৪ জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল বাংলার সৌরভ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বর্তমানে সেখানে কোস্টগার্ডের চারটি স্পিডবোট উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান জহিরুল হক।
উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’-তে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় তিন জন মারা যান।