ডেস্ক নিউজ:
সুইসদের বিপক্ষে ম্যাচ শেষে রেফারিদের ঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেছিলেন পিএসজির এ স্ট্রাইকার। তাছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তে ভিএআর ব্যবহার না করায় জবাব চেয়ে ফিফার কাছে চিঠিও পাঠায় তারা। যদিও ফুটবলের শীর্ষ সংস্থা সেটা প্রত্যাখ্যান করেছে। এখন ষষ্ঠ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলকে মাঠেই কিছু করে দেখাতে হবে। প্রথম ম্যাচের পরদিন বিশ্রাম শেষে বুধবার অনুশীলনে ফেরেন নেইমার। সেখানে দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে কোস্টারিকার বিপক্ষে সতীর্থদের ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন ২৬ বছর বয়সী তারকা। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে ব্রাজিল। তার আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে দল নিয়ে আশার কথা জানালেন নেইমার, ‘আমি আশা করি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে দারুণ খেলব আমরা। জিততে চাই আমরা। আরও ভালো খেলতে চাই। কোস্টারিকার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মতো করে খেলা।’ কোস্টারিকাকে মোকাবিলার পর ব্রাজিল ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে মস্কোতে।
বার্তা বিভাগ প্রধান