ডেস্ক নিউজ:
গতকাল (১৯ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে পারিবারিকভাবে এই বিয়ে হয়েছে বলে জানা যায়।
ওলিজা মনোয়ারের স্বামী অর্পণ পেশায় ব্যবসায়ী। বিয়ের বিষয়টি জানিয়েছেন মেয়ে ওলিজা।
ডিপজল জানান, পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
জানা যায়, অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তার কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন, তাই দ্রুত এ বিয়েটি সম্পন্ন হয়েছে।
এদিকে ওলিজা বিয়ের ছবি ফেসবুকে দিয়ে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিয়ের একটি অনুষ্ঠান দ্রুত শেষ হয়েছে। অনেককেই জানানো সম্ভব হয়নি। তবে আমাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে আগামী ২৮ জুন। আমরা সবার দোয়া চাই।’
বার্তা বিভাগ প্রধান