সরকারের দিকনির্দেশনার পর সিলেটে প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে হার্ডলাইনে নামছে প্রশাসন। ১ অক্টোবর থেকে বিভিন্ন স্থানে সিলেট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান শুরু করবে।
এছাড়াও পাহাড় কাটা, নদী দখল ও দূষণ রোধে কঠোর হচ্ছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এরআগে রবিবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিভাগীয় কমিশনার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে দিকনির্দেশনা দেন।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকার ১৭ ধরনের বস্তু, সামগ্রী, পদার্থকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ হিসেবে নির্ধারণ করেছে। আমরা এগুলো বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো আগামী ১ অক্টোবর থেকে।