Home » নাটকে ঢাবিতে নিহত তোফাজ্জলের গল্প

নাটকে ঢাবিতে নিহত তোফাজ্জলের গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের ঘটনা গোটা দেশকে হতবাক করে দিয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়েছিল গোটা দেশ। ইতিমধ্যে এ ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। এবার সেই তোফাজ্জলের ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে একটি নাটক। এটি পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। শিরোনাম ‘তোফাজ্জলের শেষ ভাত’।

নাটকটিতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। জানা যায়, আফতাব নগরের বিভিন্ন লোকেশনে এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করে ইমরান বলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।’

যোগ করে তিনি আরও বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’

ইমরান জানান, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে। এটি গেয়েছেন সুজন হোসেন। কথা-সুরও তাঁরই করা। আর নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।

এতে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *