Home » লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১০০

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১০০

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও অন্তত ৪০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সোমবার সকালে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে এই হামলা চালানো হয়।

হামলার বিষয় নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে তিন শতাধিক লক্ষ্যে হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবাননের বাসিন্দারা জানিয়েছেন, তারা হিজবুল্লাহর স্থাপনা থেকে দুরে থাকার জন্য ট্রেক্সট এবং ভয়েস ম্যাসেজে সতর্কবার্তা পাচ্ছেন। লেবাননের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তার অফিসেও এ ধরনের ম্যাসেজ এবং ফোন কল এসেছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর অগেরো জানিয়েছে, এ ধরনের প্রায় ৮০ হাজার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান রয়টার্সকে বলেছেন, মানসিক চাপ তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে।

বিবিসি বলছে, হামলার পর বৈরুতের সিটি সেন্টারের কাছের সড়কে ব্যাপক যানজট দেখা গেছে। অনেক বাসিন্দাকেই শহর ছাড়তে দেখা গেছে। শহরটির হামরা নামক স্থানের বাসিন্দাদেরও ঘরবাড়ি খালি করতে বলা হয়েছে।

এই এলাকাটিতেই তথ্য মন্ত্রণালয়, ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ নানা স্থাপনা আছে। জায়গাটিতে হিজবুল্লাহ তেমন একটা সক্রিয় নয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *