Home » সিলেটে মোটরসাইকেল চোরাই চক্রে জড়িত দুই ভাই

সিলেটে মোটরসাইকেল চোরাই চক্রে জড়িত দুই ভাই

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আপন দুইভাইকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের সানকপুর এলাকার কবির আহমদের ছেলে কামরুল আহমদ (২৫) ও ইমরান আহমদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল চারটার দিকে মহানগরীর শাহপরান (রহঃ) থানাধীন মুক্তিরচক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে আনা ভারতীয় মোটরসাইকেল বিক্রয়ের জন্য সিলেট শহরে আনা হচ্ছিল। এসময় ঐ দুই ভাইসহ মোটরসাইকেলটিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *