জরুরি মেরামতের কারণে সিলেট মহানগরের কিছু এলাকায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগরের মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়ীক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন তিনি।