ডেস্ক নিউজ: খবর রটেছিল তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। দিব্যেন্দু মুখোপাধ্যায় আর চন্দ্রাণী সিংহ ফ্লোরা। কিন্তু তাঁরা চুপিসারে বৈষ্ণদেবীতে বিয়ে সারলেন কেন? খোঁজাখুঁজি চলেছে…আর সেই খুঁজতে খুঁজতেই আনন্দবাজার ডিজিটালের সামনে ধরা পড়লেন দিব্যেন্দু মুখোপাধ্যায়! কেউ কেউ আজো তাঁকে গায়ক, কম্পোজার দিব্যেন্দুর চেয়ে ‘চারুলতা 2011’ দিব্যেন্দু নামে চেনে! প্রথম পাতপেড়ে জামাইষষ্ঠীতে চন্দ্রাণী যদিও কিছুতেই ভিডিয়োয় মুখ দেখালেন না! মজা করে বললেন, ‘আর একটু রহস্য থাক’। পাশ থেকে তখন শাশুড়ি শর্মিলা সিংহ ফ্লোরা উষ্কে দিলেন আড্ডা, ‘বউ সামনে আসতে চাইছে না কেন? গন্ডোগোল আছে!’
নতুন বউ আর শাশুড়ি নিয়ে দিব্যেন্দু ততক্ষণে চিংড়ি, ইলিশ, রাবড়ি, পাখার বাতাস সব খেয়ে হজম করে বললেন, ‘আমি দিব্যেন্দু মুখোপাধ্যায় ফ্লোরা’। জামাইষষ্ঠীর ফ্লোর তখন হাসিতে ভরপুর। যোগ করলেন শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্কটা ফুচকার মতো!
শত ডাকেও চন্দ্রাণী সামনে এলেন না! কেন?
নির্বাহী সম্পাদক