দিনরাত এক করে কাজ করতেন পেশায় ডেলিভারি এজেন্ট ইউয়ান। দিনে অন্তত ১৮ ঘণ্টা কাজ করতেন তিনি। কোনো কোনো দিন কাজ শেষ হতো রাত ৩টায়, শুরু হতো আবার সকাল ৬ টায়। একদিন রাতে কাজের পর বিশ্রাম নিচ্ছিলেন বাইকে। সেখানেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ঘটনাটি চীনের। বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শী একজন জানান, ঘটনার দিন সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত কাজের পর নিজের ইলেকট্রিক বাইকে বিশ্রাম নিচ্ছিলেন ইউয়ান। ওই বাইকের ওপর থেকেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিরলস কাজ করার জন্য ইউয়ানের সুনাম ছিল। তাঁকে অনেকে ডাকতেন ‘অর্ডার কিং’। সহকর্মী জানিয়েছেন, কখনও রাত ৩টা পর্যন্ত কাজ করতেন, ফের কাজ শুরু হতো সকাল ৬টায়। মাঝের সময়টুকু বিশ্রাম নিতেন বাইকেই।
দিনে ৫০০ থেকে ৬০০ ইউয়ান (৭০ থেকে ৪৫ ডলার) আয় করতেন ওই ডেলিভারিম্যান। ১৬ বছর বয়সী ছেলের পড়াশোনার খরচ চালাতেন তিনি। সম্প্রতি এক দুর্ঘটনায় পায়ে আঘাত লেগেছিল ইউয়ানের। এরপর ১০দিন বিশ্রাম শেষে দিন কয়েক আগে কাজে ফিরেছিলেন তিনি।
ইউয়ানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই ডেলিভারিম্যানদের কাজের চাপ নিয়ে কথা বলছেন। অনেকে লিখেছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে উদ্যোগ নেওয়া উচিত সংশ্লিষ্টদের। এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন কেউ কেউ।