ডেস্ক নিউজ: বান্দরবানের লামা উপজেলায় মেলাওয়াং মার্মা (২০) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লারীপাড়াস্থ নিজ বসতঘরের শয়ন কক্ষ থেকে রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মেলাওয়াং মার্মা অংহ্লারী পাড়ার বাসিন্দা ক্যহ্লাঅং মার্মার মেয়ে ও মাতামুহুরী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
মেলাওয়াং মার্মার বাবা ক্যহ্লাঅং মার্মা বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাতের খাবার শেষে উভয়ে ঘুমিয়ে পড়ি। রবিবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে মেলাওয়াং মার্মার শয়ন কক্ষের দরজা খোলা ও তাকে মৃত দেখতে পাই।
কে বা কাহারা হয়তো রাতের কোন এক সময় মেলাওয়াং মার্মাকে মেরে কানের, গলার ও হাতের স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে তার ধারণা।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।
প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
নির্বাহী সম্পাদক