Home » শেষ হচ্ছে ‘সুলতান সুলেমান: কোসেম’

শেষ হচ্ছে ‘সুলতান সুলেমান: কোসেম’

ডেস্ক নিউজ:

সুলতান সুলেমান’ শেষ হওয়ার পর দীপ্ত টিভিতে শুরু হয়েছিল ‘সুলতান সুলেমান: কোসেম’। তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধিপতি সুলতান সুলেমানের বংশধরকে নিয়ে নির্মিত এ সিরিজটিও শেষ হচ্ছে।  দীপ্ত টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ২১ জুন রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০ মিনিটে শেষ পর্বটি প্রচার হবে। জনপ্রিয় এ টিভি সিরিজটিতে কোসেম চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই আমরা শিগগিরই এর দ্বিতীয় সিজন প্রচার করব। শিগগিরই এটি শুরু হবে।’ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০ মিনিটে প্রচার হয়েছে এ মেগা সিরিয়ালটি। সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান তৃতীয় মুরাদের উত্তরসূরি দৌহিত্র সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগা সিরিয়াল এটি। হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহীয়সী নারী হয়ে উঠে সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতান। নতুন মৌসুমটিও একই সময়ে প্রচার হবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *