‘ভুয়া জন্মদিন’ পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগসহ মানহানির পৃথক পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।
এদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহসহ প্রমুখ।