এবার দুই দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢামেকের কনফারেন্স রুমে মিটিং শেষে প্রশাসনিক ভবনের গেটে ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন। এসময় তারা বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও স্বাস্থ্য পুলিশ কার্যকর করতে উদ্যোগ নেওয়ার দাবি জানান।
কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এরপর ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া গতকাল রবিবার সন্ধ্যা থেকে চালু হওয়া জরুরি সেবা চলমান আছে এবং থাকবে বলেও জানান তিনি।
পাশাপাশি ইনডোর সেবা, রুটিন ওয়ার্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। রোগীদের স্বার্থে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
ডা. আবদুল আহাদ জানান, ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের ওপর হামলাকারী একজন সন্ত্রাসী এবং গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হামলার অভিযোগে চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজে জরুরি বিভাগে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপর গতকাল সন্ধ্যা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারা দেশের সব জায়গায় জরুরি সেবা চালু করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র হিসেবে এই হামলা করছে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি, অতি দ্রুত অন্যান্য মেডিক্যাল কলেজ, জেলা-উপজেলা হাসপাতালে নিরাপত্তা বাহিনী মোতায়েন না করা হলে এই আক্রমণ আবার আসতে পারে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা দুটি দাবি পেশ করছি। সন্ত্রাসী যারা গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও স্বাস্থ্য পুলিশ কার্যকর করতে খসড়া প্রণয়ন করতে হবে।