Home » ৬ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

৬ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

স্কোর: পাকিস্তান প্রথম ইনিংসে ৮৬.১ ওভারে ২৭৪/১০ (মীর হামজা ০*, আগা সালমান ৫৪, আবরার ৯, আলী ২, খুররাম শাহজাদ ১২, বাবর আজম ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৯, আব্দুল্লাহ ০, শান মাসুদ ৫৭, সাইম আইয়ুব ৫৮, সৌদ শাকিল ১৬)

বাংলাদেশ প্রথম ইনিংসে ২১ ওভারে ৬১/৬ (মিরাজ ২২*, লিটন ১০*; জাকির ১, সাদমান ১০, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২)

পাকিস্তানের পেস বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে সাকিব আল হাসানও ব্যতিক্রম কিছু করতে পারেননি। খুররাম শেহজাদের বলে এলবিডাব্লিউতে ২ রানে ফিরেছেন। সাকিব রিভিউ নিলেও আম্পায়ার্স কলের সুবাদে বিদায় নিতে হয়েছে তাকে। তাতে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে গেছে সফরকারী দল।

মুশফিকের বিদায়ে পড়লো পঞ্চম উইকেট

তৃতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে ধুঁকলো বাংলাদেশ। সেই বিপদ থেকে গত টেস্টের নায়ক মুশফিকুর রহিমও উদ্ধার করতে পারেননি। দ্রুত ৪ উইকেট পতনের পর তিনি প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছেন। মির হামজার বলে খোঁচা মেরে গ্লাভস বন্দি হয়েছেন ৩ রানে।

দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আগের ওভারে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপদ সামলাবে কী? তারা আরও কোণঠাসা হয়ে পড়ে মুমিনুল হকের বিদায়ে। নবম ওভারে মির হামজার প্রথম বলে তুলে দেন ক্যাচ। তাতে ২০ রানে পড়ে চতুর্থ উইকেট। মুমিনুল ফেরার আগে ১ রান করেছেন।

একই ওভারে বোল্ড সাদমান, শান্ত

বাংলাদেশের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছে পাকিস্তান। জাকিরের আউটের পর অষ্টম ওভারেই জোড়া আঘাতে বাংলাদেশকে বিপদে ফেলেছেন পেসার খুররাম শেহজাদ। প্রথম বলে ওপেনার সাদমানকে বোল্ড করেছেন। বল কিছুটা ভেতরে ঢুকেছিল। কিন্তু সাদমান আগেই অফস্টাম্পের দিকে সরে আসেন। তাতে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। ফেরার আগে করেন ১০ রান। চতুর্থ ডেলিভারিতে ফুলার লেংথের বল আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন শান্তও (৪)। তাতে ২০ রানের মধ্যে পড়েছে তৃতীয় উইকেট।

শুরুতেই ফিরলেন জাকির

দ্বিতীয় দিন বিনা উইকেটে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই নড়বড়ে ব্যাটিংয়ের মাশুল দিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন ওপেনার জাকির হাসান।

দিনের তৃতীয় ওভারেই মির হামজার বলে জাকির হোসেনের ক্যাচ উঠেছিল। ভাগ্য ভালো সেটি আবরারের হাতে পড়ার আগেই ড্রপ খায় মাটিতে। তারা ক্যাচের আবেদন করলেও রিপ্লেতে দেখা গেছে ক্যাচ ছিল না সেটা। একই ওভারের পঞ্চম বলে এবার লেগ বিফোরের আবেদন। ব্যাটার আবারও জাকির। ভাগ্য সহায় আবারও। আম্পায়ার সাড়া না দিলে পাকিস্তান রিভিউ নেওয়ার পথে হাঁটেনি। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে নির্ঘাত এলবিডাব্লিউ হতেন বাংলাদেশের ওপেনার। তবে পরের ওভারে আর শেষ রক্ষা হয়নি। খুররাম শাহজাদের বলে মিডউইকেটে সহজ ক্যাচ তুলে দেন জাকির। এবার আর আবরার ক্যাচ নিতে কোনও ভুল করেননি। জাকির ১ রানে ফিরেছেন।

ব্যাটারদের দিকে তাকিয়ে তৃতীয় দিন শুরু বাংলাদেশের
পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে বেঁধে ফেলার পর এখন ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ। লক্ষ্য লিড নেওয়ার পথে এগিয়ে যাওয়া।

বিনা উইকেটে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছিল। স্কোরবোর্ডে জমা পড়েছে ১০ রান। সেই স্কোর নিয়েই তৃতীয় দিন সফরকারীরা শুরু করেছে। বৃষ্টির কারণে প্রথম দিন ভেসে গেছে।

পাকিস্তানকে অলআউট করার সন্তুষ্টি পেলেও বাংলাদেশ চারটি ক্যাচ ফেলে দেওয়ার মাশুল গুণেছে। বিশেষ করে আগা সালমানকে ফেরাতে না পারায় স্বাগতিকরা শোভনীয় স্কোর জমা করেছে বোর্ডে। রানের খাতা না খুলে জীবন পাওয়া পাকিস্তানি অলরাউন্ডার ৫৪ রান করেন। এছাড়া সাইম আইয়ুব সর্বোচ্চ ৫৮ ও শান মাসুদ ৫৭ রানের ইনিংস খেলেন।

গতদিনটা বেশি স্মরণীয় করে রেখেছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। দশমবার পাঁচ উইকেট নিয়ে দিনটা রাঙিয়েছেন তিনি। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদও রাঙিয়েছেন ৩ উইকেট শিকারে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *