Home » ঢামেকের ইমার্জেন্সি-আউটডোর সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

ঢামেকের ইমার্জেন্সি-আউটডোর সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

গতকাল (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ইমার্জেন্সি ও বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দাঁড়িয়ে আছেন চিকিৎসা প্রার্থীরা। বহির্বিভাগে সকালে কিছুক্ষণ চিকিৎসা সেবা দেওয়া হলেও ঘণ্টা খানেক পর তা বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে হাসপাতালের কনফারেন্স রুমে পরিচালকের সঙ্গে ডাক্তারদের মিটিং চলছে।

ঢাকার কামরাঙ্গীরচর থেকে বহির্বিভাগে ডাক্তার দেখাতে এসেছেন শিলা। এসে দেখেন টিকেট দেওয়া বন্ধ রয়েছে। আরও অনেকেই এসে দেখছেন একই পরিস্থিতি। একে অন্যকে জিজ্ঞেস করছেন হয়েছে কী! গতকাল রাতের বিষয়ে তারা অনেকেই জানেন না।

জামালপুর থেকে আল্পনা সকালে ছেলেকে নিয়ে বহির্বিভাগে ডাক্তার দেখানোর পর ভর্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে পড়েন বিপাকে। হঠাৎ করেই কার্যক্রম বন্ধ বলে জানেন তিনি। ৯টার পর থেকেই তিনি বহির্বিভাগের ভেতরে দাঁড়িয়ে আছেন।

ডাক্তারদের দাবি কী তা সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। মিটিং শেষে তারা সিদ্ধান্ত নেবেন, চিকিৎসা সেবায় ফিরবেন নাকি আন্দোলন চলমান থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স এ তথ্য জানান।

এ সময় ঢামেকে পুলিশ ও সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *