আগামী ৬ মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে কাকরাইলে ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এক আলোচনা সভা শেষে এ দাবি জানান তিনি।
ছাত্র–জনতা আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘যেসব দুর্নীতিবাজরা স্বৈরাচারী সরকারের সহযোগিতা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
প্রশাসনের অভ্যন্তরে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান নুর। তিনি বলেন, ‘তবে সবাইকে একসঙ্গে বের করে দেওয়ার পক্ষে নয় গণঅধিকার পরিষদ। এতে সংকট তৈরি হতে পারে।’
নুরুল হক নুর আরও বলেন, ‘ছোট অপরাধে ক্ষমা করা যেতে পারে, তবে বড় অপরাধীদের এখনই শাস্তি নিশ্চিত করতে হবে।’
সভা শেষে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।
প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কার আন্দোলন এবং পরিবর্তীতে ছাত্র–জনতার গণ–আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ সময়ের মধ্যে ৬ শতাধিক মানুষের মৃত্যু ও কয়েক হাজার আহত হয়েছে।