ঈদ-উল-ফিতরের নির্ধারিত সরকারি ছুটি শেষে আজ আবারও খুলছে অফিস আদালতসহ ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো। আর তাই গ্রামে স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় এবং সিলেট ফিরছেন চাকরিজীবী মানুষ। স্বজনদের সাথে ঈদ আনন্দের কেটে ফিরছেন সরকারি ব্যাক্তি বর্গ।”
সোমবার ১৮ জুন ভোরের আলো ফুটতে না ফুটতেই স বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভোরে সদরঘাটে ফেরা অধিকাংশ লঞ্চেই তেমন একটা যাত্রীচাপ ছিল না। গ্রামে স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে আবারও নগরীতে অনেকটা নিরাপদেই ঝক্কি-ঝামেলা ছাড়াই ফিরছেন গ্রামে যাওয়া মানুষ। সকালে রাজধানী ফেরত যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে।“যাত্রীদের নিয়ে শিডিউল অনুযায়ী ট্রেনগুলো পৌঁছায় স্টেশনে। কোনো ধরনের দুর্ভোগ না থাকায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির ছাপ। তবে স্বজনদের ছেড়ে আসায় সবারই ছিল কিছুটা আক্ষেপ।”