Home » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন শান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন শান্ত

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বাদ ছিল কেবল টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। এমন ঐতিহাসিক জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে আসেন অধিনায়ক শান্ত। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা আজকের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি।’

১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যার্তদের দান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। তিনি বলেন, ‘আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *