ডেস্ক নিউজ: প্রতিদিনই বাড়ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কুশিয়ারা নদীর পানি। বন্যায় প্লাবিত হবার আশংকায় রয়েছে উপজেলার অনেক গ্রাম। শনিবার রাত থেকে কুশিয়ারা নদীর পানি বেড়ে ফেঞ্চুগঞ্জ সদরের সড়ক ছুই ছুই অবস্থা। রবিবার ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপদসীমার ১০৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান অঞ্চলের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা। এদিকে ক্রমাগত পানি বাড়ায় প্লাবিত হবার ঝুঁকি দেখা দিয়েছে উপজেলার ভেলকুনা, সুরিকান্দি, সাইলকান্দি, গয়াসী, মানিককোনা, পিটাইটিকর, বাঘমারাসহ নদীতীরবর্তী এলাকাগুলোতে। পানি বাড়ায় ফসলী জমি ও গবাদিপশু নিয়ে বিপাকে আছেন গৃহস্থরা। বন্যার আশাংকায় এখন থেকেই প্রস্তুতি নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহবান জানান স্থানীয়রা।