সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময়ের তার একাধিক ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে- তিনি বলছেন, প্রশাসনের ভয়ে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে কানাইঘাটের দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় হয়েছে বলে একাধিক সূত্র বলছে। তবে মানিক শুক্রবার দিনে ভারতে অনুপ্রবেশ করে ফের সন্ধ্যার দিকে বাধ্য হয়ে এপারে ফিরে আসেন এবং এসময়ই বিজিবি’র হাতে আটক হন বলে বিভিন্ন সূত্র বলছে।
আটকের পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়- কেউ একজন সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান।
তিনি বলেন, আমি ১৫ হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা ৬০-৭০ লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায়।
সর্বশেষ পাওয়া তথ্যমতে- আটকের পর দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছেন এবং কানাইঘাট থানাপুলিশকে বিষয়টি জানিয়েছেন।
বিজিবি ক্যাম্পে মানিকের থানার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
স্থানীয় একাধিক সূত্র বলছে, শুক্রবার দিনের কোনো এক সময় সাবেক শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। কিন্তু সেখানে তাকে স্থানীয় কিছু লোক আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম-পরিচয় জানান। এসময় ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শামসুদ্দিন মানিককে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিওতে বলতে দেখা গেছে- টাকা লাগলে আমি দিবো, আমার ভাই-বোন দিবেন, আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?
এসময় তিনি ক্লান্ত-শ্রান্ত অবস্থায় কলাপাতায় শুয়েছিলেন।
তবে আরেকটি সূত্র বলছে- দনা পাতিছড়া গ্রামের একজনের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান।
এদিকে, আরেকটি ভিডিওতে দেখা গেছে- বিজিবির হাতে আটকে পর তিনি ভয় পাচ্ছিলেন- তাকে ছাত্র-জনতা বা সাধারণ লোক মারধর করবে বলে। তবে এসময় বিজিবির পক্ষ থেকে রক্ষা করা হবে আশ্বাস প্রদান করা হয়।
শেষ খবর পাওয়া (শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা) পর্যন্ত দনা বিজিবি ক্যাম্পে থাকা দেশের আলোচিত-সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ভিড় করেছেন।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের আগে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন।
এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন এ বিষয়ে।