অনলাইন সংস্করণ: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশ প্রকাশ করে। ১৯ হাজার ৫৮৬ জন নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন।
প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি দিয়েছে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম প্রথম আলোকে বলেন, ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
প্রতিনিধি