মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার পুরো শহর বন্যার পানিতে প্লাবিত।বন্যার পানিতে প্লাবিত হয়ে জনজীবন দূর্ভোগ দেখা দিয়েছে। মৌলভীবাজার জেলায় অবস্থিত মনু নদীর বাঁধ ভেংগে মৌলভীবাজার জেলার, রাজনগর উপজেলার কদমহাটা,মহলাল, গোবিন্দবাটি,চাঁদনীঘাট, কুসুমবাগ,শমশেরগঞ্জ রোড়,বেড়িরপাড়, শাহবন্দর,মৌলভীবাজার সিলেট রোডের পুরো রাস্তা বন্যার পানিতে প্লাবিত।
কুসুমবাগের শপিং মার্কেট এস,আর,প্লাজার সামনে হাটু পানি এবং পুরাতন বাস টার্মিনাল শাহবন্দর এ সাতার পানি। হবিগঞ্জ সিলেট রোডস্থ বাস চলাচল বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।
এই বন্যার পানির উৎপত্তিস্থল হল ভারতের বিহার রাজ্য থেকে। সেখানে প্রচুর বৃষ্টি হবার ফলে এই পানিগুলো এসে পুরো মৌলভীবাজার জেলাকে পানিতে প্লাবিত করে দিয়েছে। এই এহেল পরিস্থিতির কারনে জনজীবনে অপরিমেয় অশান্তি নেমে এসেছে। অনেক মানুষ তাদের বাসাবাড়ি ছেড়ে আত্তীয়স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছে।সেনাবাহিনী, পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে।
এই চরম দুর্ভোগে মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতি চরম আকার ধারণ করেছে।পুরোটা শহর জুড়ে হাহাকার নেমে এসেছে।মৌলভীবাজার জেলার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছে।