Home » ১৬ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব অবমুক্ত হলো

১৬ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব অবমুক্ত হলো

টানা ১৬ বছর পর খুলে দেওয়া হলো বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যংক হিসাব।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) খালেদা জিয়ার জব্দ থাকা আটটি ব্যাংক হিসাব খুলে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ব্যাংক হিসাব এনবিআর অবমুক্ত করে দিলেও খালেদা জিয়ার হিসাব খুলে দেওয়া হয়নি। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন ও দাবি জানানো হলেও তা আমলে নেয়নি এনবিআর।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই সপ্তাহের মাথায় অবমুক্ত করা হলো খালেদা জিয়ার ব্যাংক হিসাব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *