Home » সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ আগস্ট) রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফ খান জয়। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ পদে ছিলেন তিনি। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অধিনায়ক ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *