মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ঈদের আনন্দ রূপ নিয়েছে বিষাদে।
মৌলভীবাজারে মনু নদীর পানি বাড়তে থাকায় গতরাতে রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় প্রতিরক্ষা বাঁধের দু’টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে মনসুর নগর ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়। ঈদগাহ ও মসজিদে পানি ঢুকে পড়ায় জামাতে অংশ নিতে পারেনি মুসল্লিরা।“এদিকে, পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য রাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।”
(হবিগঞ্জ) অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে যায় রাস্তাঘাট, নষ্ট হয় ফসলি জমি। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।”