Home » উৎসাহ -উদ্দীপনা আর আনন্দে চলছে নগরবাসী

উৎসাহ -উদ্দীপনা আর আনন্দে চলছে নগরবাসী

উৎসাহ -উদ্দীপনা আর আনন্দে রাজধানীসহ সারাদেশে ঈদ উদযাপন করছে সব বয়সী মানুষ।” আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় আর যানজটমুক্ত ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।”

শিশুপার্ক, চিড়িয়াখানায় দুপুরের পর থেকেই রাজধানীবাসীর ঢল নামে। রাতে হাতিরঝিলে লেজার শো বাড়তি মাত্রা যোগ করে ঈদ আনন্দে।”

নেই কোনো ভেদাভেদ। নেই কোনো বৈষম্য। এই স্বর্গরাজ্যে সবাই ভাসে হাসি আর আনন্দের সাগরে।’

“ঈদের দিন সকালে শিশু-কিশোরদের কোলাহলে পরিপূর্ণ ছিল শাহবাগের শিশু পার্ক। রাইডে চড়তে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হলেও ইচ্ছাপূরণের আনন্দের কাছে হার মানে সবকিছু। উড়ন্ত বিমান, নবযান, আনন্দ ঘূর্ণি, ঘোড়া এবং ট্রেনে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু-কিশোররা।’

শিশুর এই নির্মল বিনোদন থেকে বাদ পড়েননি অভিভাবকরাও। শিশুর আনন্দে অনেকেই খুঁজে ফিরেছেন শৈশব স্মৃতি।’

‘দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। বাঘ, ভাল্লুক, ময়ূর-বাদরসহ নানা প্রজাতির প্রাণীর মাঝে সখ্য গড়ে তুলতে ব্যস্ত সময় কাটিয়েছে শিশু-কিশোরসহ সমবয়সীরা।’এছাড়া যানজটমুক্ত তিলোত্তমা রাজধানীতে খোলা আকাশের নিচে ঘুরেও সুখ খুঁজে ফিরেছেন অনেকেই। অনেকেই ছুটে গেছেন নগর থেকে একটু দূরে প্রকৃতির মাঝে। ঈদ উদযাপনের এ আয়োজন সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত পর্যন্ত অব্যাহত থাকে। হাতিরঝিলে লেজার শো বাড়তি মাত্রা যোগ করে নগরবাসীর।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *