ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ উপদেষ্টা। তাদের মধ্যে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পরে দফতর বণ্টন হলে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এম সাখাওয়াত হোসেন ‘আওয়ামী লীগ দল গোছাতে পারে, পুনর্গঠন করতে পারে’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে রাজনীতি করার বিষয়ে কথা বলেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশে বিক্ষোভ করেন। তখন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতকে ক্ষমা চাইতে বললে পরে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।