আফ্রিকা, ইউরোপের পর এবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও শনাক্ত হলো সংক্রামক রোগ এমপক্স। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, মারদানের ৩৪ বছর বয়সী ওই আক্রান্ত ব্যক্তি গত ৩ আগস্ট সৌদি আরব থেকে পাকিস্তানে আসেন। এমপক্সের লক্ষণগুলো প্রকাশ হওয়ার পরই তিনি পরীক্ষার জন্য হাসপাতালে যান।
পেশোয়ারের খাইবার মেডিকেল ইউনিভার্সিটি ওই পুরুষ ব্যক্তির এমপক্সে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট তাঁর এমপক্সে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে তাঁর ফ্লাইটে আসা যাত্রীসহ রোগীর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে । এর আগে ২০২৩ সালে পাকিস্তানের করাচির বিমানবন্দরে তিন এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
করোনাভাইরাস মহামারির পর আরেক উদ্বেগের নাম এখন এমপক্স। সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার বাইরেও সুইডেনে এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)।