Home » সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, গত বুধবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। কোনো শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত কয়েকদিন ধরে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, উপাচার্যের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে বুধবার ডিন কাউন্সিলের জরুরি সভার এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাস করার আহ্বান জানান তাঁরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *