রেমি এলিয়ট নামে ওই শিশুর বয়স মাত্র ৩ বছর। বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই ফ্যাটের সঙ্গে খেলছিল সে। খেলতে খেলতেই রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে যায়। বাড়ির কাছেই ভুট্টা খেত আর সেই ভুট্টা খেতের মধ্যেই পথ হারিয়ে ফেলে রেমি। রেমি পথ হারিয়ে ফেললেও ফ্যাট কিন্তু চাইলেই ফিরে আসতে পারত। কিন্তু ফ্যাট সেটা করেনি। উল্টে সারা রাত পাহারা দিয়েছে রেমিকে।

এ দিকে রেমিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ পড়ে যায় তার। পুলিশও তল্লাশি শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। শেষে ১২ ঘণ্টা পর শুক্রবার সকালে খোঁজ পাওয়া গেল বাড়ির কাছেই ভুট্টা খেতের মধ্যে। পাশে তখনও দাঁড়িয়ে আছে ফ্যাট।