Home » ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না

ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইন্টারনেট এখন মানুষের ডিজিটাল রাইটস। মানবাধিকার। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।’

আজ রোববার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কারা কীভাবে ইন্টারনেট বন্ধ বা ডিজিটাল ক্রাকডাউন করেছিল তা জানতে আজকে থেকেই পদক্ষেপ নেওয়া শুরু হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেব না। তারুণ্যনির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব। তরুণদের কথা শুনব।’

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের টানা তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না।

এরপর গেল ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন নাহিদ ইসলামসহ অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *