ডেস্ক নিউজ :
ম্যাচের বয়স ৬৩ মিনিট, আর স্কোর ১-১। গোল করলে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের গোলরক্ষক হলডরসন দারুণ দক্ষতার সাথে পেনাল্টি ঠেকিয়ে দিলেন। ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে সার্জিও আগুয়েরোকে ফাউল করেন মাগনুসন। মাটিতে পড়ে যান আগুয়েরো। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি।
রাশিয়া বিশ্বকাপে এখন গ্রুপ ‘ডি’ এর ম্যাচে লড়াই করছে আর্জেন্টিনা-আইসল্যান্ড। ম্যাচে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন ১-১ সমতা রয়েছে। বিশ্বকাপে আইসল্যান্ডের এটি অভিষেক ম্যাচ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা। ম্যাচের ১৯তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আইসল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান আগুয়েরো। বিশ্বকাপে আগুয়েরোর এটি প্রথম গোল। আর্জেন্টিনা গোল করার পরপরই ম্যাচে সমতা আনে আইসল্যান্ড। ২৩তম মিনিটে গোলটি করেন আলফ্রেও ফিনবোগাসন। বক্সের মধ্যে থেকে জটলার ফাঁক দিয়ে কৌঁশলে বল জালে পাঠিয়ে দেন তিনি। বিশ্বকাপে আইসল্যান্ডের এটি অভিষেক গোল। ৪১তম মিনিটে পেনাল্টি পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু রেফারি সেটি দেননি। আইসল্যান্ডের ডি-বক্সের মধ্যে মেজার লো ড্রাইভ রাগনার হাতে লাগে। বলটি যখন রাগনারের হাতে লাগে তখন তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা রেফারির কাছে পেনাল্টির জন্য জোরালো আবেদন জানান। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি।