সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৮ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ আসাদুজ্জামান প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।
এর আগে, আবু মোহাম্মদ আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে বুধবার (৭ অগাস্ট) ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।