Home » চৈত্রের শেষ দিনে ৬ বিভাগে বইছে তাপপ্রবাহ

চৈত্রের শেষ দিনে ৬ বিভাগে বইছে তাপপ্রবাহ

চৈত্রের শেষ দিনে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলায়সহ ১০ জেলা ব্যতীত দেশের ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৫৪ জেলা ও অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া গত ১১ ও ১২ এপ্রিল রাঙামাটিতে বয়ে গেছে তীব্র তাপ প্রবাহ।

শনিবার (১৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানিয়েছেন।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৬ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাবে। এটি আগামীকাল রবিবার তথা পহেলা বৈশাখেও তা অব্যাহত থাকবে। তা ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিত আর্দ্রথা ছিল ৭৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ মিটার।

তাপমাত্রা কোথায় কত ছিল

শুক্রবার চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগে বৃহস্পতিবার ও বুধবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৭ ডিগ্রি, রাজশাহী বিভাগের পাবনার ঈশ^রদীতে ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি, রংপুর বিভাগের দিনাজপুরের সৈয়দপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি, সিলেট বিভাগের সুনামগঞ্জের শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৫ ডিগ্রি, খুলনা বিভাগের মংলা ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৮ এবং বরিশালের খেপুপাড়ায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

কেমন থাকবে পহেলা বৈশাখের আবহাওয়া

এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বর্তমানে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকবে। ১৪ এপ্রিল সোমবারও তাপ প্রবাহ অব্যাহত থাকবে। সেইসঙ্গে ১৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর-পূর্বাংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা চৈত্র

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *