Home » এস আলম তেলের কারখানার আগুন নিভেছে

এস আলম তেলের কারখানার আগুন নিভেছে

চট্টগ্রামের এস আলম ভেজিটেবল অয়েল মিলে লাগা আগুন নেভানো হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে আগুন নির্বাপন করা হয়।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সকাল ৯ টার দিকে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বেই তেলের মজুত ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সকাল ১০ টা ১৫ মিনিটের সময় আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা যেত না।

আব্দুর রাজ্জাক আরও বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *