জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী গত দুই বছরে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। অভিনেত্রী হিসেবে এসব নাটকে মেধার ছাপ রেখেছেন তিনি। ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল নাটকগুলো। তারই ধারাবাহিকতায় এবারো নতুন নাটক নিয়ে ঈদ হাজির হচ্ছেন এ তারকা। নাটকের নাম ‘প্রথম ভালোবাসা’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। আর এতে পড়শী জুটি বেঁধেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি উন্মুক্ত হবে ঈদ এ বিষয়ে পড়শী বলেন, আমি যে ক’টি নাটকেই অভিনয় করেছি সেগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। এটা আমার জন্য বড় প্রাপ্তি। পাশাপাশি দর্শকদের একটি প্রত্যাশাও কিন্তু তৈরি হয়েছে আমার প্রতি। সেই প্রত্যাশাটা আমি নষ্ট করতে চাই না। তাই বেছে বেছেই কাজ করি। ‘প্রথম ভালোবাসা’ও সেরকমই একটি নাটক। জোভান ভাইয়ের সঙ্গে আমার জুটি এর আগেও গ্রহণ করেছেন দর্শক। এবারের নাটকটিও সবাই পছন্দ করবেন বলেই বিশ্বাস। এখানে আমার চরিত্র ও গল্পটা এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাক।