নিউজ ডেস্কঃ চট্রগ্রাম নগরীর মুরাদপুরে ১৪ দলের জঙ্গিবিরোধী সমাবেশ শেষে শোলকবহর যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পাঁচলাইশ থানার পুলিশ এসেক্স উভয় পক্ষকে ধাওয়া দিয়ে শান্ত করান। গতকাল মুরাদপুরে রাস্তার এক পাশে চট্টগ্রাম ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ শেষে পদযাত্রায় এই ঘটনা ঘটে। পদযাত্রায় যুবলীগের মিছিলের পেছন থেকে মোটর সাইকেলের হর্ন বাজিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ব্যাপারে ৮নং শোলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল বশর আজাদীকে জানান, সমাবেশ শেষে পদযাত্রায় স্থানীয় যুবলীগের মিছিল যাওয়ার সময়ে পেছন দিক থেকে স্থানীয় ছাত্রলীগের ছেলেরা মোটর সাইকেলে জোরে জোরে হর্ন বাজিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল। এসময় যুবলীগের নেতাকর্মীরা এতো জোরে জোরে হর্ন কেন বাজাচ্ছিল এই নিয়ে ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি–মারামারির ঘটনা ঘটে। এসময় পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে শান্ত করান। মুরাদপুরে রাস্তার একদিকে সমাবেশ করার কারণে এক পাশ দিয়েই উভয় দিকের গাড়ি চলাচল করতে হয়েছে। যার কারণে যাত্রী সাধারণকে ভীষণ দুর্ভোগে পড়তে হয়েছে।