Home » তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা

তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে ২৮০ রানে আটকে রাখার পর বাংলাদেশ গুটিয়ে যায় ১৮৮ রানে। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা আরও ৫ উইকেটে ১১৯ রান যোগ করায় তাদের লিড হয়ে গেছে ২১১ রানের। সেই লিডকে আরও বড় করতে তৃতীয় দিনে ব্যাটিং করছে লঙ্কানরা। দিনের শুরুতেই ফার্নান্দোর উইকেট হারাল দলটি।আজ রোববার (২৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার বিশ্ব ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা। যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি তারা। দিনের তৃতীয় ওভারেই খালেদের বলে স্লিপে মিরাজের হাতে ক্যাচ তুলে ফেরেন ফার্নান্দো। ২৪ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।

পড়ন্ত বিকেলে কিছুটা স্বস্তি বাংলাদেশের

সিলেট টেস্টের উইকেট হবে হাইস্কোরিং, ম্যাচের আগে এমনটা ভাবা হলেও দৃশ্যপট বেশ ভিন্ন। পেসারদের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নিচ্ছেন স্পিনাররাও। সময়ের সাথে ব্যাটারদের জন্য কঠিন হচ্ছে টিকে থাকা। প্রথম দিন শেষে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনশেষে কিছুটা স্বস্তিতে। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে সফরকারীরা। লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রান। ক্রিজে আছেন দুই ব্যাটার বিশ্ব ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *